Learn With Rafi


 প্রশ্ন: Na ও Mg এই দুইটির মধ্যে কোন মৌলটির আকার বড়?

উত্তর:  যেহেতু একই পর্যায়ের বাম দিক থেকে যত ডানে যাওয়া যায়, মৌলের প্রোটন সংখ্যা তত বাড়তে থাকে। ফলে সমহারে ইলেকট্রন সংখ্যাও বাড়তে থাকে। ফলে পরমাণুর নিউক্লিয়াসে অধিক প্রোটন এবং বাহিরের ঘূর্ণায়মান ইলেকট্রনের মধ্যে আকর্ষণ বেশি হয়। আর এ কারণেই পরমাণুর আকার হ্রাস পেয়ে ছোট হয়ে যায়। তাই আমরা বলতে পারি পরমাণুর বাম থেকে ডানদিকে গেলে আঁককার ছোট হয়।

সুতরাং পর্যায় সারণিতে সোডিয়াম (Na) এর ডানে ম্যাগনেশিয়াম (Mg) আছে তাই ম্যাগনেশিয়াম আকারে বড়।

click here to visit my YouTube Channel

Post a Comment

0 Comments